NTRCA অঙ্গিকার নামা নমুনা

 

অঙ্গীকারনামা

এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করা যাচ্ছে যে, ………….  জেলার…………. উপজেলা/থানাধীন…………  মাদ্রাসায়, EIIN ...... এমপিও কোড……... NTRCA কর্তৃক ২০,০১,২০২২ খ্রি. তারিখের ৩৭,০৫,০০০০.০১১.০১.০০১.২১-০৪ স্মারকে প্রকাশিত ৩য় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশকৃত ও নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত শিক্ষকদের এমপিওভুক্তির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সফটওয়্যারে আবেদন দাখিল করা হলোঃ

বর্ণিত মাদ্রাসা কর্তৃক শূন্য/সৃষ্ট পদে চাহিদা প্রদানের ভিত্তিতে উপরোক্ত শিক্ষকদের বর্ণিত পদে ও বিষয়ে সুপারিশ প্রদান করা হয়। NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পদবী ও বিষয়ের সাথে তাঁদের নিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতা এবং জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা যাচাই-বাছাইঅন্তে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদবী ও বিষয় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩) নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমর্জিত) অনুযায়ী প্রাপ্যতা আছে। এমপিও'র জন্য আবেদনকৃত/অগ্রায়ণকৃত উল্লিখিত শিক্ষক/শিক্ষকগণ প্রাপ্যতার অতিরিক্ত নয়। প্রাপ্যতা যাচাইয়ে কোন তথ্য অগ্রায়ণকৃত আবেদনে এবং অঙ্গীকারনামায় গোপন করা হয় নাই। আমার/আমাদের দাখিলকৃত তথ্যের ভিত্তিতে উপরোক্ত শিক্ষক/শিক্ষকগণের এমপিওভূক্ত করা হলে এবং পরবর্তীতে প্রদত্ত তথ্য ভুল/মিথ্যা/জালিয়াতি প্রমাণিত হলে বেতন-ভাতাদি বাবদ সরকার থেকে গৃহীত সমূদয় অর্থ ফেরত প্রদানে বাধ্য থাকিব। প্রয়োজনে সরকার/মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর The public Demands Recovery Act 2013 অনুযায়ী আদায় করিতে পারিবে। ভুল/অসত্য/জালিয়াতি/মিথ্যা তথ্যের কারণে এমপিও বাতিল করা হলে এর প্রতিকার চেয়ে কোনরূপ আইনের আশ্রয় গ্রহণ করিব না।

সভাপতি

(নামসহ সীল ও মোবাইল নম্বর)     অধ্যক্ষ/সুপার (নামসহ সীল ও মোবাইল নম্বর)    MPO প্রার্থির স্বাক্ষর

১।

২।


Comments

Popular Posts